Thursday, April 6, 2023

Prawn Biryani... Khana pakana


Prawn 25 টি ছোটো
Rice 1 1/2 কাপ
Yogurt ১/৩ কাপ
Tomato 1টি মাঝারী
Capsicum 6_7 cubes
Chopped garlic 2 tsp
Green chilli 3-4
Garam Masala
Jeera
Oil
Water
Salt
Sugar
Turmeric pwd
Red chilli pwd
Beresta

দই টমেটো ক্যাপসিকাম chopped garlicকাঁচা লংকা পেস্ট বানিয়ে নেন।

প্যানে তেল গরম করে জিরা গরম মশলা ফোঁড়ন দিন।
দইয়ের মিশ্রণ ঢেলে হলুদ লংকা গুঁড়ো দিয়ে কষান।
তেল বেরিয়ে আসলে চিংড়ি দিন
5-৭ মিনিট কষান।

এবার চাল দিন
গ্রেভি ১ কাপ মতো হলে উষ্ণ গরম জল 1কাপ মতো দিন।
কম আঁচে রান্না করুন। জল কমে আসলে ঘি দিন।

পরিবেশনের সময় বেরেস্তা ছড়িয়ে পিরিবেশন করুন।

Hyderabadi gosht ki Tahari

 Hyderabadi Gosht ki Tahari...


Recipe courtesy: Mom-in-law


Ingredients:


1 kg lamb ( bone/boneless)

3 cups Basmati Rice

2 onions

3 tomatoes


Small Potatoes

1 cup oil

1 tbsp Red chilli powder

1 tsp turmeric

2 tbsp ginger and garlic paste

1 tbsp garam masala

½ cup yogurt (Optional)

Salt to taste

½ tbsp Black Pepper corn

1-2 Cinnamon Stick

3-4 Cloves

2-3 cardamom

Seasoning & Garnish

coriander leaves n mint leaves( finely

chopped )

¼ tbsp Roasted Almonds and Cashew nuts

(optional)


Procedure:


Clean and wash the mutton pieces  & drain

thoroughly.

In a large non-stick saucepan/Khadhai

add oil at medium heat, add onions & fry

till they change colour.

Add ginger & garlic pastes, fry for 1

minute.

Add cinnamon stick, cardamom,black

peppercorns Cloves and Let it splutter and

fry.

Add red chilli powder, turmeric

powder,salt,garam masala powder and

mix well.

 Then add chopped Tomatoes and yoghurt

(optional)  gets smooth and mushy.

 Add the Small potatoes,let cook till the

its smooth and soft and remove from the

saucepan keep aside.

Now pressure cook the mutton for 3/4

whistles without adding too much of

water, until the meat is tender.

Meanwhile,

Wash the rice and soak it in surplus water

for about 1/2 hour.

After the mutton is tender,  Add lemon

juice,salt, coriander leaves and Mint

Leaves and a cups of water(as per the

requirement)

Then add the drain rice,allow to cook at a

medium heat,for 10 minutes then add

potatoes (Note: You can add the potato

later too)and stir it slowly cook it at a

low heat,until the liquid is absorbed.

Do not cook on a high heat,simmer heat

and cover the pan leave till done.

Remove pan from heat.


serve with Raita

Enjoy It..!!

 মূ্র্গ পোলাও...


By Shahrin Lubna


উপকরণ:


মাংস- ১ কেজি একটু বড়ো সাইজের টুকরো

টক দই -১/২ কাপ

আদা রসুন বাটা ২চা চামচ

লঙ্কা গুঁড়ো ১ চা চামচ

লবন

পোস্ত বাটা ১চা চমচ

জায়ফল জয়িএী বাটা ১ চা চামচ

বেরেস্তা ১ কাপ

কিসমিস ১ টেবিল চামচ

আামন্ড বাদাম বাটা ২ টেবিল চামচ

গোবিন্দোভোগ চাল ৪ কাপ

কাঁচালঙ্কা ৭-৮ টা

ঘি + সাদা তেল 

কেওড়া জল ১ টেবিল চামচ 


পদ্ধতি:


>>মাংসের টুকরো গুলো কাঁটা চামচ দিয়ে একটু

 কুচিয়ে নিতে হবে ।এবার সমস্ত মশলা এবং বাদাম 

বাটা সহ ভালো করে মাখিয়ে  ১ ঘন্টা রাখতে হবে ।

>> প্রথমে বেরেস্তা করে নিতে হবে ।

>>চাল ধুয়ে জল ঝড়িয়ে রাখতে হবে ।

>প্যানে তেল দিয়ে ম্যারিনেটেড মাংস দিয়ে কম আঁচে

 মাংস কষাতে হবে ।কষানো হলে সামান্য ধনে গুঁড়ো 

দিয়ে এবং সামান্য জল দিয়ে ঢেকে ঢেকে মাংস রান্না 

করতে হবে । মাংসের জল শুকিয়ে  তেল ভেসে উঠলে 

২-৪ টা কাঁচা লঙ্কা ছড়িয়ে ঢেকে  নামিয়ে রাখতে হবে ।


>>পোলাও রান্না


প্যানে সাদা তেল+ ঘি দিয়ে ২টো এলাচ + ২ টো 

দারচিনি ১টা তেজ পাতা লবঙ্গ  দিয়ে চাল দিতে 

হবে । এবার ৭.৫ কাপ গরম জল  দিয়ে কম আঁচে 

রান্না করতে হবে ।

> এবার একে একে লবন এবং কাঁচালঙ্কা দিতে হবে ।

চাল অর্ধেক সেদ্ধ হয়ে গেলে রান্না করা মাংস বেরেস্তা 

কিসমিস বাদাম কেওড়া জল ওপরে ছড়িয়ে  ১০ মিনিট

 দমে রাখতে হবে ।

>পরিবেশনের সময়  মাংস এবং পোলাও ভালো করে  মিক্স করে বেরেস্তা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন ।