Tuesday, December 29, 2015

পালং পনির কোফতা

পালং পনির কোফতা...

রেসিপি : চিত্রাঙ্গদা কুণ্ডু 

উপকরণ :

ছানা ১ ১/২ কাপ

পালং শাক কুচি ১ কাপ

পেয়াজ কুচি ১/৪ কাপ

আদা ববাটা ২ চা চামচ

টমেটো  কুচি ১ টি

টক দই ১ চামচ

জিরা গুড়া ১ চা চামচ

ধনে  গুড়া  ১ চা চামচ

হলুদ গুড়া  ১/২ চা চামচ

লংকা  গুড়া ১/২ চা চামচ

কাশ্মিরি  লাল লংকা  গুড়া  ১/২ চা চামচ

গরম মশলা গুড়া ১ চা চামচ 

গোটা  গরম মশলা

তেজপাতা ১

 লবন

চিনি

ঘি ১ চা চচামচ

তেল

প্রণালী :

পালং শাক ভালো করে ধুয়ে  কুচিয়ে নিতে হবে।

ননস্টিক কড়াইয়ে  তেল গরম করে  কুচোনো পেয়াজ গোলাপি  করে ভেজে পালং  শাক দিন। এবার একে একে কাচা লংকা কুচি  আদা কুচি  লবন চিনি দিয়ে মাঝারি  আচে  রান্না করুন।জল শুকিয়ে  এলে গ্যাস বন্ধ করে  ঠান্ডা হতে  দিন।

জল ঝরানো  ছানা হাতের তালু দিয়ে ভালো  করে মাখতে হবে।সামান্য  জল জল মনে হলে ১/২ চা চামচ ময়দা  লবন চিনি দিয়ে ভালো করে মাখিয়ে ডো  তৈরি করুন।

ছোটো  ছোটো গোল লেচি করে  তার ভিতর পালং শাকের  পুর দিয়ে কোফতা গড়ুন।

সামান্য  তেলে  কোফতা গুলো মাঝারি আচে ভেজে তুলে রাখুন।

গ্রেভির জন্য  কড়াইয়ে  তেল দিয়ে একে একে তেজপাতা  দারুচিনি এলাচ লবঙ্গ  দিতে হবে। সুগন্ধ  বেরোলে আচ কমিয়ে আদা রশুন বাটা দিয়ে ১ মিনিট  রান্না করুন। এবার  টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ  পর একে একে গরম মশলা  ছাড়া সমস্ত গুড়া  মশলা  দিয়ে ৩-৪ মিনিট কশাতে  হবে।

এবার টক দই সামান্য  জল ও চিনি দিয়ে  ফেটিয়ে  দিতে হবে।
 
তেল বেরিয়ে  আসলে ১ কাপ উষ্ণ  গরম জল দিয়ে  ফুটতে দিতে হবে।

ফুটে  উঠলে  গ্যাস বন্ধ  করে গ্রেভি ছাকনির মাধ্যমে  ছেঁকে  নিতে হবে।

অন্য একটি  প্যানে ঘি  দিন। ঘি গলতে  শুরু করলে  গ্রেভি দিয়ে দিন।গ্রেভি  ফুতে উঠলে  কোফতা  গুলো সাজিয়ে দিন।

গ্যাস  বন্ধ  করে গরম মশলা গুড়া  দিয়ে  ঢেকে  দিন।

পরিবেশনের  সময়  আদা কুচি ও ধনেপাতা  কুচি ছরিয়ে পরিবেশন করতে পারেন।

রুই গন্ধরাজ...

রুই গন্ধরাজ...

রেসিপি  : শুক্লা  দত্ত

উপকরণ :

রুই মাছ  ৪ পিস
সাদা তেল ১/২ কাপ
হলুদ ১/২ চা চামচ
ভাপিয়ে নেওয়া  পেয়াজ ২ টি ( তারপর বেটে নিতে  হবে
রশুন  বাটা  ১/২ চা চামচ
কিশমিশ  বাটা ১ চা চামচ
ধনে গুড়া ১ চা চামচ
পাতা সমেত  গন্ধরাজ  লেবু ১ টি  বড়
কাচালংকা বাটা  ২ টি
দারচিনি  ১ টি মাঝারি
লবঙ্গ  ৪ টি
লবন
গন্ধরাজ  লেবুর  খোসা  কোরানো  ১/২ চা চামচ
লেবুর রস ১ চা চামচ
লেবুপাতা ২ টি
ঘি  ১ চামচ

প্রণালী :

মাছ লবন হলুদ মাখিয়ে  কিছুক্ষণ  রেখে  দুই পিঠ  ভালো করে ভেজে রাখতে  হবে।

প্যানে তেল + ঘি  দিয়ে  তাতে  লবঙ্গ, দারচিনি,ফোড়ন  দিতে হবে, এবার পেয়াজ বাটা  দিয়ে ২ মিনিট  ভেজে রশুন, কিশিমিশ  বাটা, ধনে গুড়া  চিনি, লবন  কাচালংকা বাটা  দিয়ে  ৪-৫ মিনিট  ভেজে  ১/২ কাপ উষ্ণ  গরম জল এবং  মাছ দিয়ে  ভালো  করে ফুটতে  দিন।
ঢাকা  দিয়ে কম আচে কিছুক্ষণ  রান্না করুন।

গ্যাস  বন্ধ  করে  ওপর  থেকে  কোরানো  লেবুর খোসা,  লেবুর রস, লেবু পাতা ছড়িয়ে ঢাকা দিয়ে ৫ মিনিট  রাখতে  হবে।

গরম গরম পরিবেশন  করুন।

Monday, December 28, 2015

কড়াই চিংড়ি...

কড়াই চিংড়ি...

উপকরণ :

মাঝারি চিংড়ি ২৫০ গ্রাম

পেয়াজ কুচি ১ টি  মাঝারি 

টমেটো পিউরি ২ টেবিল চামচ

টমেটো কুচি ১ টি  মাঝারি 

কাচা লংকা লম্বা সরু করে কাটা  ১ টি

আদা কুচি লম্বা সরু করে কাটা  ১/২চা চামচ

শুকনো  লাল লংকা ১ টি

লাল লংকা গুড়া ১/২ চা চামচ

হলুদ ১/২ চা চামচ

ধনে ১/২ চা চামচ

জিরা ১/২ চা চামচ

গোলমোরিচ ৪-৫ টি 

গরমমশলা ১/২ চা চামচ

ধনেপাতা কুচি ১ মুঠো 

তেল

লবন

প্রণালী :

ধনে, জিরা, গোলমোরিচ, শুকনোলংকা একসাথে  ব্লেন্ডারে গুড়া  করে কড়াই  মশলা  তৈরি করে নিন।

চিংড়ি  লবন হলুদ মাখিয়ে  ভেজে তুলে  রাখুন।

কড়াইয়ে  তেল দিয়ে  সরু করে কাটা  আদা ও কাচা লংকা  দিন।

এবার পেয়াজ কুচি দিয়ে  লাল করে  ভাজুন।

এখন একে একে টমেটো কুচি ও টমেটো  পিউরি দিন।কম আচে কষুন।

এবার হলুদ, লংকা গুড়া  ধনেপাতা  কুচি ও আগে থেকে তৈরি  করা কড়াই  মশলা  দিয়ে মশলা  কষুন। 

এবার চিংড়ি  দিয়ে নেড়ে  সামান্য  উষ্ণ  জল দিয়ে ঢাকা  দিয়ে  কম আচে রান্না করুন।

সবশেষে গরম মশলা  গুড়া  দিয়ে নামিয়ে নিন।

Wednesday, December 23, 2015

মালাই টিক্কা...

মালাই টিক্কা...

RCP : Roena Mahjabin

উপকরণ

মুরগির হাড় ছাড়া বুকের মাংস ১ কেজি (কিউব করে কাটা)। গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ। জিরাগুঁড়া আধা চা-চামচ।  ধনেগুঁড়া ১/৪ চা-চামচ। শুকনামরিচ-গুঁড়া ১/৪ চা-চামচ। এলাচগুঁড়া ১ চা-চামচ। ঘন টক দই ২ টেবিল-চামচ। ক্রিম/দুধের সর ১ টেবিল-চামচ। মোৎজারেল্লা চিজ ১/৪ কাপ (কুচি কুচি কেটে নেওয়া)। কাঁচামরিচ ২টি। ধনেপাতার কুচি ১ টেবিল-চামচ। কর্নফ্লাওয়ার ১ টেবিল-চামচ। লেবুর রস ১ টেবিল-চামচ। স্বাদ মতো লবণ। সয়াবিন তেল ১ টেবিল-চামচ।

পদ্ধতি:

মুরগির টুকরা গুলো ধুয়ে, পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন। পানি যেন না থাকে। মাংসগুলো গোলমরিচ-গুঁড়া, জিরাগুঁড়া, ধনেগুঁড়া, এলাচগুঁড়া, লবণ  ও শুকনা-মরিচ দিয়ে মাখিয়ে ৩০ মিনিট মেরিনেইট করুন।

চিজ হাত দিয়ে মথে নিন ভালো করে। নরম হলে এর সঙ্গে টক দই, দুধের সর, কর্নফ্লাওয়ার ও  লবণ দিয়ে মাখিয়ে নিন। কাঁচামরিচ আর ধনেপাতা একসঙ্গে ছেঁচে চিজের মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে দিন। তারপর মেরিনেইট করা মাংস এই মিশ্রণে মাখিয়ে ১ ঘণ্টার জন্য রেখে দিন।

এবার মাংসের টুকরা শিকের কাঠিতে ঢুকিয়ে বেকিং প্যানে বসিয়ে ওভেনে ২০০ ডিগ্রি তাপমাত্রায় ১৫ মিনিটের জন্য বেইক করুন। মাঝে একবার উল্টিয়ে দিন। ১৫ মিনিট পর বের করে দেখুন সিদ্ধ হয়েছে কিনা।  পরিবেশনের সময় উপর দিয়ে একটু লেবুর রস ছিটিয়ে দিন।

এবার নান আর রায়তার সঙ্গে পরিবেশন করুন।

বরি দিয়ে সিম কুমড়ো বেগুনের চচ্চড়ি ...

বরি দিয়ে সিম কুমড়ো বেগুনের  চচ্চড়ি...

সিম ২ কাপ
বরি ১০-১২
আলু ১ টি  মাঝারি 
বেগুন ১ টি  মাঝারি 
মিস্টি কুমড়ো ১ কাপ
ধনেপাতা ১ মুঠো 
পেয়াজ ১ টি  মাঝারি ( নিরামিষ  করলে  পেয়াজ  দেবেন না)
পাঁচফোড়ন ১ ১/২ চা চামচ
শুকনো লংকা ২-৩ টি 
হলুদ গুড়া ১ চা চামচ
সরষের তেল
লবন
চিনি

প্রণালী :

প্রথমে বরি গুলো তেলে ভেজে আলাদা করে তুলে রাখুন।

সমস্ত  সবজি ছোটো ছোটো করে কেটে  নিন। সিম গুলো বড়ো হলে অর্ধেক আর ছোটো  হলে গোটাই রেখে দিন। 

এবার  কড়াইয়ে তেল দিয়ে পাঁচফোড়ন  ও শুকনো  লংকা ফোড়ন দিন।গন্ধ বেড়োলে সব সবজি ধনেপাতা  পেয়াজ কুচি দিয়ে  একটু  নাড়তে  হবে।

একটু  ভাজা ভাজা হলে  একটু  হলুদ ও লবন দিয়ে  নাড়াচাড়া করে বরি দিয়ে   সামান্য  জল দিয়ে ঢাকা দিয়ে  ধিমে আচে রান্না করুন।

 সবজি সেদ্ধ হয়ে গেলে  গা মাখা মাখা  করে সামান্য চিনি ছড়িয়ে নামিয়ে নিন।

গরম ভাত বা রুটি  পরোটার সাথে পরিবেশন  করুন। 

Tuesday, December 22, 2015

রুই কাসুন্দি...

রুই কাসুন্দি...

উপকরণ :

রুই মাছ  ৪ পিস
পেয়াজ বাটা ১ ১/২ চামচ
আদা রশুন বাটা ১/২ চামচ
জিরা  গুড়া ১ চা চামচ
কাসুন্দি ৪-৫ চামচ
ছাঁচি  পেয়াজ ৬-৭ টি
কাচা লংকা ৪-৫ টি
লংকা  গুড়া ১/২ চা চামচ
হলুদ গুড়া ১/২ চা চামচ
লবন
সরষের  তেল

প্রণালী :

রুই মাছ লবন হলুদ দিয়ে  মাখিয়ে  হাল্কা  ভেজে রাখতে  হবে।

কড়াইয়ে  তেল দিয়ে  বাটা  পেয়াজ সামান্য  ভেজে  আদা রশুন বাটা, হলুদ, লংকা, লবন, জিরা  গুড়া ও ৩ চামচ কাসুন্দি  দিয়ে ধিমে  আচে  মশলা  ভেজে উষ্ণ  গরম জল দিতে  হবে।

গ্রেভি  ফুটে  উঠলে মাছ দিয়ে গোটা  বা অর্ধেক  করা ছাঁচি  পেয়াজ ও কাচা লংকা দিয়ে  ধিমে আচে  ঢাকা  দিয়ে রান্না করতে  হবে।

নামানোর আগে  ১ চামচ  কাসুন্দি দিয়ে নামিয়ে গরম গরম ভাতের  সাথে পরিবেশন  করুন।

Monday, December 21, 2015

চিংড়ি ভুনা...

চিংড়ি ভুনা...

উপকরণ-

মাঝারি চিংড়ি-১৫টি,
ক্যাপসিকাম-১টি,
টমেটো-২টি,
কাঁচামরিচ-৬টি,
পেঁয়াজ কুচি-আধা কাপ,
পেঁয়াজ বাটা-২ চা চামচ,
আদা-রসুন বাটা-১ চা চামচ,
লঙ্কা গুঁড়া-দেড় চা চামচ,
হলুদ গুঁড়া-আধা চা চামচ,
জিরা গুঁড়া-১ চা চামচ,
তেল-আধা কাপ,
ধনেপাতা-১/২ কাপ,
লবণ,

প্রণালি-

১. কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি
দিয়ে কিছুক্ষণ ভাজুন। এরপরে সব বাটা
মশলা দিয়ে কষান।
২. চিংড়ি মাছ হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে
আগেই একটু তেলে ভেজে নিন।
৩. মশলা কষানো হলে মাছগুলো দিয়ে
কিছুক্ষণ কষিয়ে জল দিয়ে দিন।
৪. জল ফুটে উঠলে টমেটো ও ক্যাপসিকাম
দিয়ে দিন। মাখা মাখা হলে ধনেপাতা দিয়ে
দিন।

রেসিপি : Net Collected

শাহী চিংড়ি... (Shahi Prawn)

শাহী চিংড়ী (Shahi Prawn)...

উপকরণ :

বাগদা চিংড়ী  ৮ -১০ টা
পেয়াজ বাটা  ১ চা চামচ
আদা রশুন বাটা ১ চা চামচ
কাচা লংকা বাটা ১ চা চামচ
কাচা লংকা  ২-৩ টি
কাশ্মিরী  লাল লংকা  গুড়া ১ চা চামচ
জিরা গুড়া  ১/২ চা চামচ
ধনে  গুড়া ১/২ চা চামচ
টক  দই  ১ চামচ
চিনি
কাজু  কিশমিশ  বাটা  ১ চা চামচ
টমেটো পিউরি ১/২ কাপ
হলুদ গুড়া ১/২ চা চামচ
গরম মশলা  গুড়া  ১/২ চআ চামচ
ফ্রেশ ক্রিম  ১ চামচ
বাদাম তেল ১/৪ কাপ
লবন

প্রণালী :

কড়াইয়ে  তেল গরম করে  চিংড়ী  ভেজে তুলে রাখুন।

এবার কড়াইয়ে  পেয়াজ বাটা  দিয়ে নেড়ে  আদা রশুন বাটা  দিয়ে  ধিমে  আচে মশলা  কষুন।

এবার একটি  পাত্রে  টমেটো  পিউরি, জিরা,ধনে,কাশ্মিরী লাল লংকা , চিনি,লবন  হলুদ,ও কাচা লংকা পেস্ট দিয়ে ভালো  করে  মিশিয়ে  পেস্ট  তৈরী করুন।

এই মিশ্রন টি  এবার দিয়ে দিন।ভালো করে  কষিয়ে নিন। মশলা থেকে তেল বেড়িয়ে  আসলে দই ও কাজু কিশমিশ বাটা দিন।২-৩ মিনিট  কষুন।

এখন  ১ কাপ উষ্ণ গরম জল দিন।জল ফুটে  এলে চিংড়ি  গুলো দিয়ে ঢাকা  দিয়ে ধিমে  আচে রান্না  করুন।

গ্রেভি ঘন হলে  গরম মশলা  গুড়া  ও ফ্রেশ ক্রিম  দিয়ে ভালো  করে নেড়ে গরম গরম পোলাও  বা ভাতের সাথে  পরিবেশন  করুন।
Shahi Prawn...

Ingredients:

Tiger prawn/ Bagda  chingri  8 to 10
Onion paste   1tsp
Ginger garlic paste  1tsp
Green chili paste 1 tsp or to taste
green chilly  2 to 3 silted
Kashmiri red chili powder  1tsp
Cumin powder ½ tsp
Coriander powder ½ tsp
Yogurt  1tbsp
Sugar ½ tsp
Cashew raisin paste   1 tsp
Fresh tomato puree  ½ cup
Turmeric powder  ½ tsp
Garam masala powder 2 pinch
Fresh cream   1tbsp
oil  ¼ cup
Salt  to taste

Procedure:

Take a pan and heat oil and fry the prawns slightly. Do not fry prawn too much otherwise it gets chewy and stiff. Keep aside.

Now in this give onion paste sauté for few second then add ginger garlic paste. Sauté for another few seconds.

Meanwhile in a bowl take tomato puree and in it take cumin powder, coriander powder, Kashmiri red chili powder, sugar, turmeric powder and green chili paste. Mix well adds it to the pan and stir till oil comes out from the mixture.

Then add the yogurt and cashew raisin paste. Mix well and stir and cook for another 1 to 2 minutes.

Then add the 1 cup of water and cook for 2 to 3 minutes then add the fried prawn. Mix well and cover and cook for 1 minute.

Then put off the lid and cook till the gravy thickens. Now add garam masala powder and fresh cream and mix well and put off the flame.

Give few minutes standing time and then serve.
Serve with hot steamed basmati rice or peas pulao.

Saturday, December 19, 2015

রাজস্থানি লাল মাশ...

রাজস্থানি  লাল মাশ...

উপকরণ :

ম্যারিনেট করার জন্য

মাটন  ৫০০ গ্রাম
টক  দই ১ কাপ
আদা রশুন বাটা  ১ ১/২ চামচ
লবন
হলুদ গুড়া
কাশ্মিরি  লাল লংকা  গুড়া

সব গুলো উপকরণ ভালো  করে  মাখিয়ে  ৪-৫ ঘণ্টা  ম্যারিনেট  করতে  হবে।

লাল মাশ  মশলা :

শুকনো  লাল লংকা ৪-৫ টি
তেজপাতা  ৩-৪ টি
দারুচিনি ১ টি বড়ো
লবঙ্গ  ৪-৫ টি
ছোটো এলাচ  ৩-৪ টি
বড়ো  এলাচ ২ টি
ধনে ২ চামচ
জইত্রি ১ টি

সব গুলো  উপকরণ গুড়া  করে  জলে  গুলে  ১ঘণ্টা  রাখতে  হবে।

গ্রেভির জন্য লাগবে :

পেয়াজ কুচি  ৩ টি  বড়ো
আদা রশুন বাটা  ১ ১/২
বাদাম তেল + ঘি
লাল শুকনো  লংকা  পেস্ট  ১ চামচ  ( উষ্ণ  গরম জলে  বীজ  ছাড়িয়ে  শুকনো  লংকা কিছুক্ষণ  ভিজিয়ে রেখে  পেস্ট  করে  নিতে  হবে)
ধনে পাতা  কুচি  ১ মুঠো

প্রণালী :

কড়াইতে  তেল+ ঘি  দিয়ে  আদা রশুন  পেস্ট  দিতে  হবে।

এবার পেয়াজ  কুচি  দিয়ে  লাল করে ভাজতে  হবে।

ম্যারিনেট  করা  মাংস  দিয়ে ভালো  করে কষতে  হবে। লাল লংকা  পেস্ট  দিন।

এখন  জলে  গুলে  রাখা  লাল মাশ  মশলা  দিয়ে  ভাল করে  নেড়ে  উষ্ণ  গরম জল দিয়ে ধিমে  আচে  ঢাকা দিয়ে  রান্না করতে  হবে।

মাংস সেদ্ধ  হয়ে গেলে নামানোর আগে ধনেপাতা  কুচি দিয়ে ভালো  করে  নেড়ে  নিলেই  তৈরী রাজস্থানি  লাল মাশ।

Friday, December 18, 2015

জাফরানি ফুলকপি...

জাফরানি ফুলকপি...

উপকরণ :

ফুলকপি  ১ টি
টকদই  ১/২ কাপ
রশুন  বাটা  ১ চা চামচ
আদা  বাটা  ১ চা চামচ
লংকা  গুড়া  ১ চা চামচ
হলুদ গুড়া  ১/২ চা চামচ
কুচানো  পেয়াজ  ৩ টি  মাঝারি
বাদাম  তেল  ১/২ কাপ
এলাচ  ৩-৪ টি
জিরা ১/২ চা চামচ
শা - জিরা  ১/২ চা চামচ
কাজুবাদাম  বাটা  ১ ১/২ চামচ
পোস্ত  বাটা  ১ ১/২ চামচ
দুধে ভেজানো  ১ চিমটে  কেশর
ধনেপাতা  কুচি  সামান্য
লবণ
চিনি

প্রণালী :

ফুলকপি টুকরো  লাল করে  ভেজে  নিতে  হবে।

বেরেস্তা করে  তুলে  রাখতে  হবে।

দইতে  আদা, রশুন, ধনেপাতা , লংকা,  হলুদ  গুড়া  লবন চিনি  দিয়ে  ভালো করে  ফেটিয়ে  নিতে  হবে।

ফেটানো  দই  ফুলকপির  মধ্যে  মাখিয়ে  ২০ মিনিট  ম্যারিনেট করতে  হবে।

এলাচ জিরা শা-জিরা  কাজু  পোস্ত  একসাথে  বেটে নিতে  হবে।

করাইতে  তেল গরম করে সামান্য  বেরেস্তা দিয়ে  দই মাখনো  কপি  দিয়ে  ভালো করে  কষাতে হবে। সমস্ত বাটা মশলা ও জল দিয়ে  আচ কমিয়ে ঢাকা দিয়ে  রান্না করতে  হবে।

নামানোরর আগে  দুধে  ভেজানো  জাফরান  ও বেরেস্তা ছরিয়ে  পরিবেশন করুন।

Friday, December 11, 2015

Egg Kasundi ডিম কাসুন্দি...

Egg Kasundi....

Ingredients:

Egg 6

Green Chilli 3-4

Onion Chopped 1 medium

Ginger Garlic pst 1 tsp

Red Chilli Pwd 1 1/2 tsp

Turmeric Pwd1tsp

Cumin Pwd 1 tsp

Coriander Pwd 1 tsp

Mustard Oil 1/2 cup

Kasundi 3 tbsp


Procedure:

Boil eggs, remove shell and make 5-6 slits in each egg.Sprinkle salt, chilli pwd and turmeric and keep aside.

Heat oil  in a pan fry egg until golden brown in almost all sides and keep aside

In a wok heat oil add chopped onion cook till transparent.

Add  ginger garlic pst ,red chilli, cumin, coriander and turmeric powder,  mix everything well and cook for 5-6 minutes.

Now add salt,  2 tbsp kasundi , mix and cook for 2 mins in slow flame.cook until gravy starts to leave oil.

Add salt,green Chilies and mix well.Now add warm water and bring it to good boil, now add boiled eggs and stir gently cook in medium flame for 8-10 mins.

Now Add 1 tbsp Kasundi ,mix and off flame.

Serve hot with rice.


ডিম  কাসুন্দি...

উপকরণ :

ডিম ৬ টি

কাচালংকা  ৩-৪ টি

পেঁয়াজ কুচি ১টি  মাঝারি

আদা-রসুন বাটা-১ চা চামচ

লঙ্কা গুঁড়া ১ ১/২ চা চামচ

হলুদ গুঁড়া ১ চা চামচ

জিরা গুঁড়া ১ চা চামচ

ধনে  গুড়া  ১ চা চামচ

সরষের তেল ১/২ কাপ

কাসুন্দি  ৩ টেবিল  চামচ

লবন

চিনি  ১ চা চামচ

প্রণালি-

১. কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি
দিয়ে কিছুক্ষণ ভাজুন। পেয়াজ লাল
হলে  আদা রশুন  বাটা  + সব গুড়া 
মশলা +লবন+ চিনি সামান্য জলে  গুলে কড়াইয়ে দিন।
কম আচে মশলা  কষান।

২. ডিম হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে
আগেই একটু তেলে ভেজে তুলে  রাখবেন।

৩. মশলা কষানো হলে ডিম দিয়ে
কিছুক্ষণ কষিয়ে  উষ্ণ গরম জল +২ টেবিল  চামচ কাসুন্দি +  কাচালংকা দিয়ে দিন।

৪. ঢাকা  দিয়ে কম আচে রান্না করুন। মাখা মাখা হলে ১ টেবিল চামচ কাসুন্দি দিয়ে নামিয়ে গরম গরম  ভাতের সাথে  পরিবেশন  করুন।

ফুলকপি চালের যুগলবন্দী ....

ফুলকপি  চালের  যুগলবন্দী ...

রেসিপি : সুচিত্রা  সেন

উপকরণ:

ফুলকপি  ২ টি মাঝারি 
আলু  ২ টি  মাঝারি
গোবিন্দোভোগ চাল / পোলাও  চাল ৫০ গ্রাম
পেয়াজ বাটা  ২ চামচ
আদা বাটা  ১ চামচ
কাজুবাদাম  বাটা  ১ চামচ
হলুদ গুড়া  ২ চা চামচ
তেজপাতা  ২ টি
এলাচ ৪-৫ টি
লবঙ্গ  ৪-৫ টি
দারুচিনি  ১ টি  বড়ো
কিশমিশ  ৮-১০টি উষ্ণ  গরম জলে ভেজানো
ঘি ২ চা চামচ
চিনি ১ চা চামচ
লবন
বাদাম তেল

প্রণালী :

ফুলকপির  ফুল  বড়ো  বড়ো  করে  কেটে  নিন।আলু ডুমো ডুমো  করে  কেটে  নিন।
লবন হলুদ  মাখিয়ে  ফুলকপি ও আলু  ভেজে নিন।

কড়াইয়ে  তেল দিয়ে চাল হাল্কা  ভেজে তুলে রাখুন।

ওই তেলে তেজপাতা,  গোটা গরম মশলা  ফোড়ন দিন।  এবার একে একে পেয়াজ  বাটা , আদা বাটা, হলুদ  গুড়া  ও সামান্য  জল দিন। মশলা ভাজা  হয়ে তেল  বেড়িয়ে  এলে এবার চাল,  ফুলকপি, আলু দিয়ে দিন।ভালো  করে  কষিয়ে লবন ও  উষ্ণ জল দিয়ে ধিমে  আচে ঢাকা দিয়ে রান্না করুন।

সেদ্ধ  হয়ে এলে কিশমিশ,  কাজু বাটা,ও চিনি ভালো  করে  মিশিয়ে  দিন ফুলকপির সাথে।

ওপর  থেকে ঘি  ছড়িয়ে দিন।গোটা  কাজু ছড়িয়ে ভাতের সাথে গরম গরম পরিবেশন  করুন।

Thursday, December 10, 2015

নেপালি আলুর দম...

নেপালি  আলুর  দম...

ছোট আলু  ২০-২৫
কালোজিরা  ১ ১/২ চা চামচ
পেয়াজ বাটা ১ চামচ
রশুন বাটা ১ চামচ
লংকা  গুড়া( ১ চামচ) জল  দিয়ে  গুলে  রাখবেন
টমেটো  পিউরি (২ টি  মাঝারি)
তেল
লবন

প্রণালী :

ছোট আলু  লবন  জলে  সেদ্ধ করে খোসা ছাড়িয়ে  লাল করে  ভেজে  নিন।

করাইয়ে  তেল  গরম করে  কালোজিরা ফোড়ন দিন।

এবার  একে একে পেয়াজ ও রশুন  বাটা  দিয়ে ধিমে  আচে  কষুন।

এবার টমেটো  পিউরি দিয়ে  কষুন।

লংকা গুড়া গোলা জল করাইয়ে  ঢেলে  আলু  দিয়ে  জল  শুকিয়ে  গা মাখা মাখা  হলে নামিয়ে  পরিবেশন  করুন।

**** আমি সবশেষে  সামান্য ধনে  পাতা  কুচি  দিয়েছিলাম।

দই মাছ...

দই  মাছ...

উপকরণ :

রুই  মাছ ১ কেজি

দই ২ কাপ

হলুদ  গুড়া ৩ চামচ

লাল লংকা  গুড়া ১ চামচ

পেয়াজ  বাটা ৩ চামচ

পেয়াজ  কুচি  ১ টি  মাঝারি

আদা রশুন  বাটা  ২ চামচ

তেল

তেজপাতা  ৩ টি

লবন

চিনি

লবঙ্গ ৪-৫

দারুচিনি ২ টি

এলাচ ৩-৪

ঘি ২ চামচ

কাচালংকা ৪-৫ টি

প্রণালী :

মাছে  লবন  হলুদ  মাখিয়ে  ১৫ মিনিট  রেখে  দিন। এবার  মাছ  ভেজে  তুলে  রাখুন।

দই  ভালো  করে ফেটিয়ে তার মধ্যে  সব বাটা  মশলা + সব গুড়া  মশলা লবন চিনি মিশিয়ে  দিন। এই  মিশ্রনে  মাছ  ভালো  করে  মাখিয়ে ৩০ মিনিট  রাখুন।

কড়াইয়ে  ঘি  গরম  করে পেয়াজ  কুচি  লাল করে  ভাজুন । এবার একে একে এলাচ+ দারুচিনি + লবঙ্গ  + কাচালংকা দিয়ে  দিন।

এবার  মাছ দইয়ের  মিশ্রন তার  মধ্যে  দিয়ে  ঢাকা দিয়ে ধিমে  আচে কিছুক্ষণ  রান্না করলেই  তৈরি  দই  মাছ ।

সয়া ছানার কোফতাকারি...

সয়া  ছানার  কোফতাককারি...

রেসিপি  : হ্যাংলা

উপকরণ :
সয়া  গ্র‍্যানিউলস ১ কাপ
ছানা  ১ কাপ
লবন
চিনি
কাজু +কিসমিস +চারমগজ বাটা ২ টেবিল  চামচ
টমেটো  পিউরি   ১ ১/২ টেবিল  চামচ
গরম মশলা  গুড়া
সয়াবিন তেল
আদা বাটা  ২ চা চামচ
রোস্ট্ করা  ধনে  জিরা  গুড়া
লংকা  গুড়া
কাচালংকা  ৩-৪ টি
আলু ১ টি  সেদ্ধ  করে কেটে  নেওয়া
হিং
তেজপাতা ১ টি
পাঁচফোড়ন  ১ চা চামচ
ময়দা  ১ টেবিল  চামচ
চিনি
ঘি

প্রণালী :

জল ঝরানো ছানা + সয়া  কিমা + হলুদ+ লংকা গুড়া + ময়দা  + লবন + চিনি  দিয়ে  ভালো  করে
মাখিয়ে  কোফতা  গড়ুন।

কড়াইতে  তেল  গরম করে  তাতে  কোফতা  ভেজে  তুলুন ।

ওই  তেলে  তেজপাতা ফোড়ন দিন।এবারে  হিং ও পাঁচফোড়ন  দিন। আলু  দিন  একটু  লাল হলে  টমেটো  পিউরি + ধনে জিরা  গুড়া + আদা বাটা  + কাজু কিশমিশ চারমগজ  বাটা + লংকা  গুড়া  + হলুদ  + লবন  দিয়ে  কষান।

এবারে  উষ্ণ  গরম  জল দিন। ফুটে  উঠলে কোফতা  গুলো  দিয়ে   ধিমে আচে  ঢাকা দিয়ে রান্না করুন।

সবশেষে  গরম মশলা + ঘি ছড়িয়ে নামিয়ে  ফেলুন ।


কাসুন্দি চিংড়ি...

কাসুন্দি  চিংড়ি...

উপকরণ :

মাঝারি চিংড়ি- ২০ টি

কাচালংকা ৫-৬ টি

পেঁয়াজ কুচি ১টি  মাঝারি

আদা-রসুন বাটা-১ ১/২ চা চামচ

লঙ্কা গুঁড়া ১ ১/২ চা চামচ

হলুদ গুঁড়া ১ চা চামচ

জিরা গুঁড়া ১ চা চামচ

ধনে  গুড়া  ১ চা চামচ

সয়াবিন তেল ১/২ কাপ

কাসুন্দি  ৩ টেবিল  চামচ

লবন

চিনি  ১ চা চামচ

প্রণালি-

১. কড়াইয়ে তেল গরম করে চিনিক্যারামেলাইজ  করে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভাজুন।পেয়াজ লাল হলে  আদা রশুন  বাটা  + সব গুড়া  মশলা সামান্য জলে  গুলে কড়াইয়ে দিন।কম আচে মশলা  কষান।

২. চিংড়ি মাছ হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে আগেই একটু তেলে ভেজে তুলে  রাখবেন।

৩. মশলা কষানো হলে মাছগুলো দিয়েকিছুক্ষণ কষিয়ে  উষ্ণ গরম জল + কাসুন্দি +কাচালংকা দিয়ে দিন।

৪. ঢাকা  দিয়ে কম আচে রান্না করুন। মাখা মাখা হলে নামিয়ে গরম গরমভাতের সাথে  পরিবেশন  করুন।