Wednesday, May 29, 2019

Bhapa ilish



উপকরণ :

ইলিশ মাছ ১ কেজি
কালো জিরা ১ চা চামচ
সর্ষের তেল
কাঁচা লঙ্কা ৫-৬
হলুদ গুঁড়ো
সর্ষে বাটা ২০০ গ্রাম
নারকেল বাটা ৫০ গ্রাম
পোস্ত বাটা টো gram
অদা রসুন বাটা ১ টেবিল চামচ
লবন

প্রণালী :

ইলিশ মাছ এর পিস্  ভালো করে ধুয়ে নিন |
মাছে নুন হলুদ মাখিয়ে  ৩০ মিনিট রেখে দিন |
সর্ষে নারকেল পোস্ত কাঁচালঙ্কা  কালোজিরা হলুদ লবন দিয়ে সব ভালো করে মিশিয়ে নিন |

মাছ ওই মিশ্রনে দিয়ে ভালো করে মাখিয়ে নিন |

একটি পাত্রে ভালো করে সর্ষের তেল মাখিয়ে মশলা মাখানো মাছের পিস্ গুলো সাজিয়ে দিন ঢাকা দিন |

১৫ মিনিট মাছ গুলো ভাপিয়ে নিন|
খুব ঢিমে আঁচে ভাপে বসান |

সাদা ভাতের সাথে পরিবেশন করুন |

No comments:

Post a Comment