Sunday, October 4, 2015

ছানার কোফতা কালিয়া...

ছানার কোফ্তা কালিয়া...

রেসিপি : রান্নাঘর

উপকরণ :

কোফ্তার উপকরণ :

জল ঝরানো ছানা ২৫০ গ্রাম

ময়দা ১ টেবিল চামচ

চিনি

লবন

তেল+ঘি

হলুদ সামান্য

গ্রেভির উপকরণ :

ছানা ৫০ গ্রাম

টকদই ২  টেবিল চামচ

লবন

টমেটো  বাটা ১ কাপ

আদা বাটা ২ চা চামচ

জিরে ১ চা চামচ

হলুদ গুঁড়ো

কাশ্মিরী লঙ্কা গুঁড়ো

কাঁচালঙ্কা বাটা ২ চা চামচ

কাজু কিসমিস বাটা ২ টেবিল চামচ

প্রনালী:

একটি পাত্রে ছানা, ময়দা, লবন,চিনি, হলুদ সমস্ত
কিছু একসাথে ভালো করে মেখে কোফ্তার
আকার দিতে হবে ।

প্যানে ঘি+তেল ভালো করে গরম করে
মাঝারি আঁচে কোফ্তা গুলো ভেজে তুলে
নিন ।

এবার ওই তেলে জিরে ও আদা বাটা ফোঁড়ন দিতে
হবে । টমেটো বাটা দিয়ে একে একে সব
মশলা দিয়ে টক দই +কাজু কিসমিস বাটা +ছানা
দিয়ে ভালো করে কসিয়ে সামান্য উষ্ন গরম
জল দিয়ে ফুটিয়ে কোফ্তা গুলো দিয়ে ঢাকা
দিয়ে ৭মিনিট রান্না করলেই তৈরী
ছানার কোফ্তা কালিয়া...

No comments:

Post a Comment